বসন্তকালে বাসন্তী ফুলে বৈসে মধুকর তায়।
রস বিথারি বিরিখ পরি পিকবর কুহু গায়।।
বরজ নারী বিহরে হরি বিমল্ যমুনাতীরে।
বারিজ পাঁতি বিকচ অতি পবন বহে ধীরে।।
বিনোদ চূড়া বকুল বেড়া বরিহা শোভে ভাল।
বদন শশি আলোক রাশি বিপিন করে আলো।
বর যোষিতে বীণার গীতে বোলয়ে মধুর তান।
বল্লব পাশে বল্লবী ভাষে বাঁশিতে মিলাও গান।।
বদন বিধু বচন মধু শুনিতে জুড়ায় কান।
লছিমি ভণে এ শুভদিনে বিলসে গোপী কান।।