• কাদম্বিনী অতি গগনহি ঘোর
    কাদম্বিনী অতি গগনহি ঘোর। গরজত বরখত তঁহি নাহি ওর।। কৈছে অভিসারবি ইথে সুকুমারি। চলইতে খলই লখই না পারি।। চপলা চমকত চমকিত প্রাণ। তটিনী উছলয়ে কৈছে পয়ান।। আপাত কুলিশ নিপাত না জান। প্রেমকি সমুচিত মরণ বিধান।। দাদুরি বোলত কঠিন সুতানে। পন্থহি বিষধর করত পয়ানে।। কৈছনে যায়বি কেলি নিকুঞ্জ। ব্রজ পথ কর্দ্দম তিমিরহি পূঞ্জ।। অতিশয় দুর্জ্জয় অম্বুদ […] keyboard_arrow_right
  • চান্দ নিরমল করে ঝলমল
    চান্দ নিরমল করে ঝলমল দোসর বিধুবর তো মুখ মণ্ডল ঐছে যামিনী কৈছে কামিনী যায়বি কুঞ্জ কি মাঝ গো। বাহু ভুজগিনী ঐছে সাজনি চলিতে চালব করকি নখমণি নীল অম্বর তুরিতে পরিহর করহ সিতি নিশি সাজ গো।। সুগন্ধি চন্দন করহ লেপন ঝাঁপ দামিনী ঐছে সুবরণ কুন্দ বরমাল বেড়হ কুন্তল ভেঠহ নাগর রাজ গো। গমন কারণ করহ ভূষণ […] keyboard_arrow_right
  • বসন্তকালে বাসন্তী ফুলে বৈসে মধুকর তায়
    বসন্তকালে বাসন্তী ফুলে বৈসে মধুকর তায়। রস বিথারি বিরিখ পরি পিকবর কুহু গায়।। বরজ নারী বিহরে হরি বিমল্ যমুনাতীরে। বারিজ পাঁতি বিকচ অতি পবন বহে ধীরে।। বিনোদ চূড়া বকুল বেড়া বরিহা শোভে ভাল। বদন শশি আলোক রাশি বিপিন করে আলো। বর যোষিতে বীণার গীতে বোলয়ে মধুর তান। বল্লব পাশে বল্লবী ভাষে বাঁশিতে মিলাও গান।। বদন […] keyboard_arrow_right
  • শুনিয়া নিঠুর সখীর উত্তর
    শুনিয়া নিঠুর সখীর উত্তর কহে বিধুমুখী রাই। যেকর সেকর পুরুষ ভ্রমর তবু দরশন চাই।। সখি গো মরম কহিয়ে তোয়। নন্দের নন্দন বিনা এ জীবন সদা মুরছিত হোয়।। সেই মুখ চাঁদ যুবতীর ফান্দ যখন পড়য়ে মনে। শুনিয়া মুরলী হৃদয় খুরলি প্রবেশে যাহার কানে।। নারীর ধরম কুলের ভরম সকলি করয়ে নাশ।। অতি ক্ষুদ্রতর বহু ছিদ্র তার কি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ