শুনিয়া নিঠুর সখীর উত্তর
কহে বিধুমুখী রাই।
যেকর সেকর পুরুষ ভ্রমর
তবু দরশন চাই।।
সখি গো মরম কহিয়ে তোয়।
নন্দের নন্দন বিনা এ জীবন
সদা মুরছিত হোয়।।
সেই মুখ চাঁদ যুবতীর ফান্দ
যখন পড়য়ে মনে।
শুনিয়া মুরলী হৃদয় খুরলি
প্রবেশে যাহার কানে।।
নারীর ধরম কুলের ভরম
সকলি করয়ে নাশ।।
অতি ক্ষুদ্রতর বহু ছিদ্র তার
কি মোহিনী জানে বাঁশ।।
জেই চিত্রপট আমার নিকট
দেখাইলি তোরা ধরি।
আঁধার বরণ জিনি নবঘন
সেই পাশরিতে নারি।।
শুনি যার নাম নিকুঞ্জেতে ধাম
এ দশা হইল মোর।
সে যে না মিলিল জীবনে কি ফল
কি ফল বচনে তোর।।
শশিমুখ তার হৃদয় ভিতর
সতত রহল মোর।
সো ভাঙ ভায়নি তেরছ চাহনি
কো কহু তাহার ওর।।
এ সব কহিয়া মুরছিত হৈয়া
ভূমিতে পড়ল রাই।
হেরি সহচরী লছিমি কিঙ্করী
কোরেতে করল ঠাই।।