বহুখন নটন-পরিশ্রমে পহুঁ মোর
বৈঠল সহচর-কোর।
সুশিতল মলয়-পবন বহ মৃদু মৃদু
হেরইতে আনন্দ কো করু ওর।।
দেখ দেখ অপরূপ গোরা দ্বিজ-রাজ।
সুন্দর বদনে স্বেদ-কণ শোভন
হেম-মুকুরে জনু মোতি বিরাজ।।ধ্রু।।
বহুবিধ সেবনে সকল ভকতগণে
শ্রম-জল সকল কয়ল যব দূর।
নিজ গৃহে আওল গৌর দয়াময়
পরিজন-হিয়ে আনন্দ পরিপূর।।
সব সহচরগণে গেও নিকেতনে
নিতি নিতি ঐছন করয়ে বিলাস।
সো সুখ-সিন্ধু-বিন্দু নাহি পাওল
রোয়ত দুরমতি বৈষ্ণবদাস।।