বাঁশীর নিঃস্বান কাণে সান্ধাইল বিষস্বরে
এ অঙ্গ জ্বলিয়া গেল মোর।
কেবা করে প্রাণ দান সেচয়ে বা কোন জন
তবে যায় এ দুখের ওর।।
সই, হিয়া মোর কেন কাঁপে।
নয়ানে ঝরয়ে নীর পরাণ না রহে স্থির
এ বাঁশীর মধুর আলাপে।।
মিলাইছে শিলারাজি চকিত হইল শশী
মোর কাছে নাচিছে আসিয়া।
নারীর যৌবন ধন তাতে তার আছে মন
তেঁই পূরে হাসিয়া হাসিয়া।।
কহে দ্বিজ চণ্ডীদাসে শবদ যায় আকাশে
মুণীন্দ্র মূরছি পড়ে যাতে।
সে ধ্বনি নারীর কাণে হানয়ে মরম স্থানে
কেমনে সে ধরিবেক চিতে।।