বামভুজ আঁখি সঘনে নাচিছে
হৃদয়ে উঠিছে সুখ।
প্রভাত স্বপন প্রতীত বচন
দেখিলুঁ পিয়ার মুখ।।
হাতের বাসন খসিয়া পড়িছে
দুজনায় একই কথা।
বন্ধু আসিবার নাম সোধাইতে
নাগিনী নাচায় মাথা।।
ভ্রমর কোকিল শবদ করয়ে
শুনিয়ে সাধয়ে চিত।
রুরু মৃগগণে করয়ে মিলনে
যৈছন পূরব নীত।।
খঞ্জন আসিয়া কমলে বৈসয়ে
সারী শুক করে গান।
বংশী কহয়ে এসব লক্ষণ
কভু না হইবে আন।।