বাম করে ধনী ধয়ল মুকুর
দেবের গৃহের মাঝে।
পালটিতে হাম বয়ান দেখিলুঁ
সুন্দরী চললি লাজে।।
একে পয়োধর সহজে গৌর
চন্দনে মণ্ডিত আর।
হিমগিরি যৈছে চকিতে ঝাঁপল
হার সুরেস্বরি ধার।।
এক নয়ন অঞ্জনে রঞ্জিত
দখিণ ধবল ভেল।
ধবল কমল নীল উতপল
চাঁদ উদয় দেল।।
চাঁদের উপরে বালক চাঁন্দ
তাহার উপরে চাঁন্দ।
চাঁদ চকোরে অমিয়া পিরীতি
মোহে লাগল ধান্দ।।
বড়ই লাগল সাধ।
পুন দরশনে সফল মানব
টুটব বিরহ বাধ।।