বিকচ কনয়া কষণ কাঁতি।
বদন পূর্ণিমাচাঁদের ভাঁতি।।
দশন শিখর নিকর পাঁতি।
অধরে অরুণ বান্ধুলী মাতি।।
মধুর মধুর গৌরাঙ্গশোভা।
এ তিন ভুবননয়নলোভো।।
কি জানি কি রসে সতত মাতি।
গমন মন্থর গাজেন্দ্র ভাঁতি।।
অরুণ নয়নে ঝরয়ে লোর।
আসিয়া বসে কি চকোর জোড়।।
সোঙরি কান্দয়ে পূরব লেহ।
যৈছন গরজে নবীন মেহ।।
কোথা বৃন্দাবন বলিয়া ডাকে।
যদু কহে পহুঁ ঠেকিলা পাকে।।