বেদে কি তার মর্ম জানে। যেরূপে সাঁইর লীলা-খেলা আছে এই দেহ-ভুবনে।।
পঞ্চতত্ত্ব বেদের বিচার পণ্ডিতেরা করেন প্রচার,
মানুষ তত্ত্ব ভজনের সার, বেদ ছাড়া বৈরাগ্যের মনে।।
গোলে হরি বললে কি হয়, নিগূঢ় তত্ত্ব নিরালা পায়,
নীরে ক্ষীরে যুগলে রয়, সাঁইর বারামখানা সেইখানে।।
পড়িলে কি পায় পদার্থ আত্মতত্ত্বে যারা ভ্রান্ত,
লালন বলে সাধু মোহান্ত সিদ্ধি হয় আপনারে চিনে।।