বিকচ সরোজ ভান মুখমণ্ডল
দিঠিভঙ্গিম নট খঞ্জন জোড়।
কিয়ে মৃদু মাধুরি হাস উগারই
পী পী আনন্দে আঁখি পড়লহি ভোর।।
বরণি না হয় রূপ বরণ চিকণিয়া ।
কিয়ে ঘনপূঞ্জ কিয়ে কুবলয়দল
কিয়ে কাজর কিয়ে ইন্দ্রনীলমণিয়া।।ধ্রু।।
অঙ্গদ বলয়া হার মণি-কুণ্ডল
চরণে নূপুর কটি কিঙ্কিনি কলনা।
আভরণবরণ কিরণে অঙ্গ ঢর ঢর
কালিন্দিজলে যৈছে চান্দকি চলনা।।
কুঞ্চিত কেশ বেশ কুসুমাবলি
শির পর লোভে শিখিচাঁদকি ছান্দে।
অনন্ত দাস পুহুঁ অপরূপ লাবণি
সকল যুবতিমন পড়ি গেও ফান্দে।।