বিদিতা দেবী বিদিতা হো
অবিরল কেস সোহন্তী।
একাএক সহস কো ধারিনি
জনি রঙ্গা পুরনটী।।
কজ্জলরূপ তুঅ কালী কহিঅ
উজ্জ্বলরূপ তুঅ বাণী।
রবিমণ্ডল পরচণ্ডা কহিঅএ
গঙ্গা কহিএ পানী।।
ব্রহ্মাঘর ব্রহ্মানী কহিএ
হরঘর কহিঅএ গোরী।
নারায়ণ ঘর কমলা কহিএ
কে জান উৎপাদিত তোরী।।
বিদ্যাপতি কবিবরে এহো গাওল
জাচক জনকে গতী।
হাসিনি দেইপতি গরুড় নরায়ণ
দেবসিংহ নরপতি।।