বিনোদিনী বিনোদ নাগরবর কান।
সখীগণ সঙ্গে রঙ্গে করল পয়ান।।
দুহুঁ কান্ধে দুহুঁ ভূজ শোভিয়াছে আলো।।
নবীন যৌবনী সব চলে দুই পাশে।
বনের মাধুরী দেখি হাস পরিহাসে।।
জাতি যূথী মল্লিকা মালতী নাগেশ্বর।
কদম্ব বকুল দেখি চম্পক মনোহর।।
তমাল মাধবীবন অতি গাঢ়তর।
অশোক কিংশুক দোনা দেখিতে সুন্দর।।
বৃন্দাবন ফলফুলে আছয়ে ভরিয়া।
মাধব মাধবী ভ্রমে সগণ লইয়া।।
ফুলবনশোভা দোহেঁ দেখি কতক্ষণ।
ফলবন দেখিবারে করিলা গমন।।
আম জাম বেল পীলু গুবাক নারিকল।
বাদাম ছোহারা লেবু কপিত্থ সকল।।
কমলা পিয়ালা আর পনস খর্জুর।
দ্রাক্ষা দাড়িম্ব আম্রাতক সুমধুর।।
তাল কুল কলা আদি যতেক কানন।
দেখি প্রফুল্লিত দুহুঁ করয়ে ভ্রমণ।।
যন্ত্রশালাতে গেল নাগরী নাগর।
সে বেলি বিবিধ যন্ত্র আনল শেখর।।