বিরহিণী মন ব্যথা অতি গুরুতর।
সৈতে নারি কোন মতে, পাঠাইমু কার হাতে, অই মধু রিপুর গোচর। ধু
প্রেমতে জানল ভার, সহিতে শকতি কার, যার তেজে ত্রিভুবন পোড়ে।
হেন ব্রজ ছেল ধরি, মরমে হানিলা হরি, জীয়তে বধিলা অবলারে।
যার বাণ তেজ ঘায়, দেখি সরোবর ধায়, সুমেরু পলায় হই রেণু।
যে বাণে কম্পিত ক্ষিতি, গগন ভ্রমর নিতি, কলঙ্ক ইচ্ছিল চন্দ্র ভানু।
ইন্দ্র ব্রহ্মা মহেশ্বর, যারে সেবে নিরন্তর, মহাবলবন্ত নাম প্রেম।
হীন আলি রাজা বলে, যেই জ্বলে প্রেমানলে, তার হয় তন প্রাণ হেম।