বিরহেতে ডাকিরে বন্ধু নব গুণমনি কামানলে জ্বলে দেহা হৈয়ে উদাসিনী।
কামানলে মাইলেরে বন্ধু সয়নি বিরহিণী প্রাণেবধ কৈলেমোরে, প্রেমাছলহানি।
কালাচান্দে বায়রেবাঁশী গৃহেবসি শুনি, প্রাণচোরা বাঁশীয়েমোরে কৈল উদাসিনী।
শুনিয়া বাঁশীর ধ্বনি প্রাণ আকুলিনী, ধৈর্য নাহি মানে চিতেরে সদা ঝুরে প্রাণী।
হুস হারা বুদ্ধি হারা কলঙ্কী দুঃখিনী পন্থ নিরখিয়া ডাকি আইস নীলমণি।
মম কুঞ্জে আইসরে বন্ধু ডাকি বিচ্ছেদিনী, তব আগমনে হয়রে কায়া সুগন্ধিনী।
না পূরিল বাঞ্ছারে বন্ধু গতহয় রজনী, কোকিলার নাদ শুনিরে প্রভাত যামিনী।
বিচ্ছেদেতে জ্বলেরে দেহা জ্বলন্ত আগুনি, প্রকাশিত আছি আমিরে ব্রজের তাপিনী।
পাপেতে ভরিল দেহা হৈয়াছি পাপিনী, বৃদ্ধবাল্য সবে কহে গোকুল কলঙ্কিনী।
নব জলধরে দেখি হৈয়া পিয়াসিনী, বারি দে বারি দে বলি ডাকি চাতকিনী।
দীপ্ত মধ্যে যেন জ্বলে পতঙ্গিণী, তোষানলে মরি আমিরে জ্বলি অভাগিণী।
শিতালং ফকিরে বলে হৈয়া উন্মাদিনী, দরশন দিয়া বন্ধুরে তুষ্ট কর প্রাণী।