বিরহে ব্যাকুল ধনি কিছুই না জানে।
আন-আন বরণ হইল দিনে দিনে।।
কম্প পুলক স্বেদ নয়নহি ধারা।
তানব মালিন্য বহু ভাব বিথারা।।
যোগিনি যৈছন ধ্যানি আকার।
ডাকিলে সমতি না দেই দশবার।।
উনমত-ভাতি ধনি আছয়ে নিচলে।
জড়িমা ভরল হাত পদ নাহি চলে।।
আধ আধ বচন কহিছে কার সনে।
পুন পুন পুছয়ে সবহুঁ তরুগণে।।
ত্রিভঙ্গ হইয়া ক্ষেণে বাজায় মুরলী।
দেখিয়া কান্দয়ে সখী করিযা বিকুলি।।
মথুরা মথুরা বলি উঠয়ে কাঁপিয়া।
ললিতার গলা ধরি পড়ে মুরছিয়া।।
হেন মতে বিরহিণী ভাবে বিভোর।
কি কহব রসময় না পাওল ওর।।