বিশ্বম্ভর গাছ তার কাতুরি গদাধর।
নিত্যানন্দ জাঠি তার ফিরে নিরন্তর।।
অভিরাম সারঙ্গ তায় বলদ একজুড়ি।
চালায় সরকার ঠাকুর হানি প্রেমনড়ি।।
গুণ বাঁধা গায়েন বায়েন সব ফিরে।
হরিনাম ইক্ষুরস দরদরাইতে পড়ে।।
যে পায় সে খায় রস কেহ না আলয়।
যত তত খায় তবু পেট না ভরয়।।
রূপ সনাতন তাহে রসের বাড়ই।
নানা মতে করে পাক যার যে রুচই।।
গৌরীদাস পণ্ডিত হৈলা প্রেমের ভাণ্ডারী।
বিনা মূলে দেয় রস গাগরি পাগরি।।
পাপিয়া শেখর তাহে রসের কাঙ্গাল।
মাগিয়া যাচিঞা শলে খায় সর্ব্বকাল।।