বিহির নির্ম্মান এ দেহ-গঠন
ধরিল উত্তম কায়া ।
তখনি সে দেহে পরম পুরূস
ঘটেতে করেন দয়া।।
সর্ব্বত্র দেহের মূল ভগবান
দেহে দেহে আছে স্থিতি ।
স্থাবর জঙ্গম এ কিট পতঙ্গ
সভাতে আছয়ে গতি।।
পুরূবে অনেক তপফলার্জিত
ধরিয়া এমত দেহা।
তাহাতে মরএ আপনা আপনি
বান্ধয়ে মায়ার গেহা।।
আপনি মরএ বিসভাণ্ড খায়া
আনের কি দোস আছে।
আপনা আপনি মরএ ভ্রমিঞা
দেখহ আপন কাছে।।
জে জন মরএ বিসপান খাঞা
না জানে আপনপর।
মায়া কায়া দেহ কিছুই না জানে
মায়াতে বান্ধয়ে ঘর।।
এ দেহ-সাধন পূজন জজন
সেই সে সাধক-দেহা।
কৃপা পরে জত বেড়ায় বেকত
করেন কৃষ্ণের নেহা।।
সাধন সাধক কহিল তাহাকে
নিত্যসিদ্ধি কোন জন।
জোগসিদ্ধ সার ক্রিয়াসিদ্ধি তার
* * * কন।।
চণ্ডিদাস কহে– ‘কহিলাঙ এহ
দেহের গতিক ভাব।
জেমত ভাবিবে তেমত পাইবে
জাথে জার হয়ে লাভ।।’