বৃন্দা কুন্দলতা দোঁহে মেলি।
বাঢ়াওত দুহুঁজন কৌতুক কেলি।।
সখিগণে থির করি কহে পুন বাণী।
ঐছনে হারি জীত নাহি মানি।।
নিজ অঙ্গপণে পাশা খেল পুনর্বার।
হারিজীত তব করব বিচার।।
এত শুনি দোঁহে পুন বৈঠল তাই।
ষোড়শ দ্বাদশ দশ দান নিল রাই।।
সাতা দুয়া চৌ পঞ্চ দান নিল কান।
তাক ততহুঁ অঙ্গ যাক যত দান।।
ঐছে বিচারি খেলয়ে দুহুঁ মেলি।
মাধব আনন্দে নিমগন ভেলি।।