ভরি নায়র কোর।
বিলসই রাই সুখের নাহি ওর।।
ধনি রঙ্গিনি রাই।
বিলসই হরি সঞে রস অবগাই।।
হরি মানস সাধা।
বিলসই শ্যাম পরাভবি রাধা।।
হরি সুন্দরি মুখে।
তাম্বূল দেই চুম্বই নিজ সুখে।।
ধনি রঙ্গিণি ভোর।
ভুলল গরবে কানু করি কোর।।
দুহুঁ দোহাঁ গুণ গায়।
একই মুরলী রন্ধ্রে দুজন বাজায়।।
কেহ কহে মৃদু ভাষ।
নাগরি পরশে অবশ পীতবাস।।
কেহ কাঢ়ি লয়ে বেণু।
গোবিন্দদাসিয়া কহে ভুলল কানু।।