বৃন্দা-বচনহি উঠই ফুকারই
শুক পিক শারিক-পাঁতি।
শুন তহিঁ জাগি পুনহু দুহুঁ ঘূমল
নাগরি কোরহিঁ যাঁতি।।
হরি হরি জাগহ নাগর কান।
বর পামর বিহি কিয়ে দুখ দেয়ল
রজনি হোয়ল অবসান।।
আওলি বাউরি বরজ-মহেশ্বরি
বোলত পুন দধিলোল।
শুনইতে কাতর বিদগধ নাগর
থোর নয়নযুগ খোল।।
নাগরি হেরি পুনহি দিঠি মুদল
পুলক-মুকুল ভরু অঙ্গ।
বলরাম হেরি কবহুঁ সুখ-সায়রে
নিমজব রঙ্গ-তরঙ্গ।।