বৃন্দা বিপিনে বিহরই মাধবী মাধব সঙ্গিয়া।
দুহুঁগুণ দুহুঁগুণ গাওত সুললিত
চলত নয়ন গতি ভাতিয়া।।
শ্রবণ যুগলে কুণ্ডল শোহই
নব কিশলয় তোড়িয়া।
দুহু কান্ধে দুঁহু ভুজ শোভই
চুম্বই মুখশশি মোড়িয়া।।
মত্ত কোকিল মূরলি তাহে বায়ে
নাচত শিখিগণ মাতিয়া।
তেজি মকরন্দ ধাই বেঢ়ল
মুখর মধুকর-পাঁতিয়া।।
সকল সখিগণ কুসুম বরিষণ
আনন্দে ও রসে ভাসিয়া ।
দাস গোবিন্দ কবহিঁ হেরব
ও রস-সায়র গাহিয়া।।