বেশ পসারি সোঙরি ঘন হরি হরি
ঘর সঞে ভেলি বহার।
রসভরে দীগবিদিগ নাহি হেরই
তাহে কি বিঘিনি বিচার।।
দেখ সখি রাই চললি অতি রঙ্গে।
মদন সুমোহন লোভন ছন্দন
ঐছে সুরঙ্গিণি সঙ্গে।।
কত অভিলাষে বিলাসক যোগহি
বদনে নিরন্তর হাস।
সাঁঝহি যৈছন বিধুবর উদয়তি
কুমুদিনি হোত বিকাশ।।
ঘন দল মাল বিশাল তমাল হেরি
তরখি তরখি রহি যায়।
সরস দৃগঞ্চলে পুনহি বিলোকই
নহ কানু সখী সমুঝায়।।
আগে নিরখ ইহ মানস-সুরধুনি
ওহি পুরব তুয়া আশ।
নিকটে ধরাধর সুখদ পরাৎপর
যহিঁ মনোমোহন নিবাস।।
শুনি সখি বাণি সুমানি সুরাগিণি
বেগে ততহি চলি যায়।
এ রসতৃষ্ণ কৃষ্ণকান্ত সম্বোধই
এহি এহি বরতায়।।