বোলে বনমালী শুন গোয়ালিনি
কেনে পাতিয়াছ রোল।
পার করি দিব বিকিরে যাইবে
আগে ফুরাও মোর বোল।।
সমূহ রমণী নহ একাকিনী
বিবেচনা মতে কবা।
যাহার যেমন আছয়ে পসরা
বুঝিয়া সুঝিয়া লবা।।
শুন্যাছ রমণি কি বলিছি আমি
ইনা কথার কি না ফল।
যমুনা পাথারে যদি হবে পার
বুঝিয়া বেতন ফেল।।
তুমি হে কাণ্ডারী আমরা তো ভারী
দেওয়া নেওয়া ইথে কি।
দেওয়া নেওয়া জান তোমরা দু-জন
মোরা ভার বহিতেছি।।
নায়্যা কিছুই না কর খণ্ডা।
জন জন প্রতি বুঝিয়া কহিলুঁ
পাইবে ধরমগণ্ডা ।।
গোপীর বচন শুনি মনে মন
হাসে দেব বনমালী।
দ্বিজ মাধব কয় রস অতিশয়
রাধাকানুর ধামালী ।।