ব্রজের পূজিতা পৌর্ণমাসী ভগবতী।
ললিতাদি সহ আইলা জটিলা-বসতি।।
দেবীরে জটিলা দেখি উঠিয়া দাঁড়াইল।
পাদ প্রক্ষালন করি আসনে বসাইল।।
জটিলা কুটিলা কহে কেন আগমন।
দেবী কহে আইলাম আমি আশিস্‌ কারণ।
কালিকার নিশি শেষে দেখেছি স্বপন।
রাধার দক্ষিণে শোভে নন্দের নন্দন।।
জটিলা কুটিলা কহে ভগবতি মাই।
অন্তঃপুরে বধূরে আশিস্‌ করে যাই।।
ললিতা করিয়া সঙ্গে যাও রে গমন।
রাধার সদনে যায়ে দিল দরশন।।
দেবীর শব্দ শুনি সুবল সত্বরে।
সলজ্জ সম্ভ্রমে যেয়ে প্রবেশিলা ঘরে।।
রাই বেশে সুবল সে না দেখায় মুখ।
গোবিন্দদাস কহে এ রস কৌতুক।।