মণ্ডলী রচিয়া সহচরে।
তার মাঝে গোরা নটবরে।।ধ্রু।।
নাচে বিশ্বম্ভর সঙ্গে গদাধর
নাচে নিত্যানন্দ রায়।
পুরব কৌতুক ভুঞ্জে প্রেম-সুখ
স্বভাবে বুঝিয়া পায়।।
ঘরে ঘরে শ্যাম- সুন্দর মূরতি
পিরীতি ভকতি দিয়া।
করে সংকীর্ত্তন যাচে প্রেমধন
সব সহচর লৈয়া।।
পুরুষ নাচে প্রকৃতিভাবে
পুরুষভাবে যুবতী।
যার যেই ভাব পাইয়া স্বভাব
নাচে কত শত জাতি।।
কহে নয়নানন্দ নদীয়া আনন্দ
আনন্দে ভুবন ভোরা।
দুখিত-জীবন মাধবনন্দন
চরণে শরণ মোরা।।