মণি-মঞ্জির ধনি চরণে পরাওল
উরপল দেওল হার।
তাম্বুল সাজি বদন পুরি দেওল
নিউছএ তনু আপনার।।
এত রূপে সাজি বদন নেহারই
পদে পড়ি বারহিঁ বার।
ঢর ঢর লোর ঢরকি বহে লোচনে
নিজ তনু নহে আপনার।।
বিনোদিনী কোরে আগোরল কাহ্ন।
দেহ বিদায় মন্দিরে হাম যাওব
যামিনী ভেল অবসান।।
কাহ্নক চীত থীর করি সুন্দরি
কুঞ্জহিঁ গমন কএল।
বসনহি ঝাপি বারি মণি-মঞ্জির
নিজ মন্দির চলি গেল।।
রতন শেজ পর বৈঠল রসবতি
ফুকরই সখীগণ চাই।
রজনী পোহাওল গুরুজন জাগল
গোবিন্দদাস বলি জাই।।