শুন রসময় সদয় হৃদয়
আমি সুকঠিন বামা।
বিরহ পাবক মাঝারে ধাবক
হইলুঁ ফেলিলুঁ তোমা।।
আমি মরি মরি মূঢ় সে পামরী
দিয়েছি অসুখ নানা।
মোর শিরে হাত দিয়ে প্রাণনাথ
সকলি করহ ক্ষেমা।
শুন তুহুঁ যদি লাখ কুলবতী
বিলাসে পাওসি সুখ।
মোর সুখ তাতে কোটি গুণ হৈতে
নাহি নাহি কিছু দুখ।।
এক ভিখ মাগি সরলে কহবি
না করবি লাজ ভয়।
চন্দ্রাবলী কত আদরে রাখত
কেমন পিরীতিময়।।
সুখের সাগরে যে রাখে তোমারে
সে মোর দোসর দেহ।
কহয়ে আনন্দ দাস এই রস
যে জানে সে জানে লেহ।।