ব্রজরাজ-বালা রাজপথে আইলা
লইয়া ধেনুর পাল।।
সঙ্গে সখগণ ভাই বলরাম
শ্রীদাম সুদাম ভাল।।
সুবল সঙ্গাত তার কাঁধে হাত
আরোপি নাগর-রায় ।
হাসিতে হাসিতে সঙ্কেত-বাঁশীতে
এ দুই আঁখর গায়।।
একথা আনেতে না পারে বুঝিতে
সুবল কিছু সে জানে।
হৈ হৈ বলি রাজপথে চলি
গমন করিছে বনে।।
গবাক্ষে বদন দিয়া প্রেমময়ী
রূপ নিরীক্ষণ করে।
দোঁহার নয়নে নয়ন মিলল
হৃদয়ে হৃদয় ধরে।।
হেরিয়া শ্রীমুখ — মণ্ডল সুন্দর
বিভোল হইল রাধা।
“এ হেন সম্পদ বনে পাঠাইতে
তিলেক না করে বাধা।।
কেমন যশোদা, মায়ের পরাণ–
পুতলি ছাড়িয়া দিয়া।
কেমনে রয়েছে গৃহ-মাঝে বসি–”
চণ্ডীদাসে কহে ইহা।।