(গোয়ালিনি) বড়ই তোমার ঠাট।
বেতন না দিয়া নায়েতে চাপিয়া
যাবে মথুরার হাট।।
বেলা বয়ে যায় আসি চড় নায়
আন্ধার করিছে দেয়া।
একে ভাঙ্গা নাও তাহে দিছে বাও
কি করিয়া দিব খেয়া।।
নৌকাখানি মোর অতি নহে বড়
বুঝিয়া চাপিলে হয়।
শুন সব সই দুই জনা বই
তিন জনা নাহি সয়।।
সবে আছে দিন দণ্ড দুই তিন
তোমরা অবলা জাতি।
একে একে পার করিতে সকলে
হইবে অনেক রাতি।।
যমুনাতুফান বহে কানে কান
পার করিবারে নারি।
মনোমত পাই নৌকায় চাপাই
শুন হে গোপের নারি।।
হাসিয়া ললিতা কহিছে বচন
শুন হে খেয়ারি রায়।
বেতন পাইবে ও পারে যাইলে
মাধব এ রস গায়।।