বড়াই আসিয়া বলে অতি বড় কুতূহলে
শুন ওগো রাজার নন্দিনি।
মথুরার পানে যাই পসরা সাজাও রাই
গোবিন্দ কদম্বতলে দানি।।
মথুরার পানে দানি রসিক সে শিরোমণি
চল তথা বৃষভানুসুতা।
সঙ্গে লয়্যা প্রিয় সখি মথুরায় চলিলা হাটী
দানছলে ভেটিবারে তথা।।
সিন্দুরে কাজলে বেশ কুসুমে রচিত কেশ
যতনে সাজায়া রূপডালি।
মুখানি কনক ইন্দু লাবণ্য রসের সিন্ধু
মন্দ বায় পড়েছে বিজুলি।।
চলে বৃষভানু-কুমারি।
রসিক বড়াই তায় দেখায়া শুনায়া যায়
নিকট হইল মধুপুরি।।
যাইয়া যমুনা তীরে মিলল কদম্বতলে
যেখানে রসিকশিরোমণি ।
দানছলে কাছে আসি কহে কিছু হাসি হাসি
গোবিন্দদাসের এই বাণী।।