বড়াই ভাল রঙ্গ দেখ দাঁড়াইয়া।
কালিন্দী গম্ভীর নীর নিকটে যমুনাতীর
ঝাঁপ দিন এ তাপ এড়াইয়া।।
হেন ব্যবহার যার উচিত না কহ তার
নিকটে মথুরা রাজধানী।।
কর কান্ধে বেড়াইয়া অঙ্গে অঙ্গে হেলাইয়া
পসরা নামাএ কোন দানী।।
বলিয়া কহিয়া মোরে ঘরের বাহির কর‍্যে
ধরাইলে ধরমের ছাতা।
ছার কুলে কিবা মান যৌবনের চাহে দান
ইহাতে না কহ এক কথা।।
নিজ পতি হেন মতি কথাতে নির্ভর অতি
গরবে গণিল নহে কংসে।
যার সনে যার ভাব তার সনে তার লাভ
কে কহিবে আমা সভার অংশে।।
এমনি জানিলে মনে এ সঙ্গে আসিব কেনে
বিকে আস্যে লাভ হল্য যত।
রায়শেখরে কয় দেখিলে এমতি হয়
বিকি কিনি হয় মনের মত।।