বড়াই হোর দেখ রূপ চেয়ে।
কোথা হোতে আসি, দিল দরশন,
বিনোদ বরণ নেয়ে।
ঐ কি ঘাটের নেয়ে।।
রজত কাঞ্চনে, না খানি সাজান,
বাজত কিঙ্কিণী জাল।
চাপিয়াছে তাতে, শোভে রাঙ্গা হাতে,
মণি বাঁধা কেরোয়াল।।
রজতের ফালি, শিরে ঝলমলি,
কদম্ব মঞ্জরী কানে।
জঠর পাটেতে, বাঁশীটি গুজেছে
শোভে নানা আভরণে।।
হাসিয়া হাসিয়া, গীত আলাপিয়া
ঘুবাইছে রাঙ্গা আঁখি।
চাপাইয়া নায়, না জানি কি চায়
চঞ্চল উহারে দেখি।।
আমরা কহিও, কংসের যোগানি,
বুকে না হেলিও কেহু।
জ্ঞানদাসে কয় শশী ষোলকলা
পেলে কি ছাড়িবে রাহু।।