ভাণ্ডীর কাননে চলে ধেনুগণে
সকল রাখাল মেলি।
নানামত খেলা সকল রাখালে
দিয়ে উঠে করতালি।।
আর যত লীলা বিস্তার আছয়ে
ভাগবত সুখ কেলি।
সংক্ষেপ রচনা কিছু কিছু আছে
কেবল ফুটক বলি।।
আর পরমাদ পড়িল সংশয়
গোকুলে নন্দের ঘরে।
এ কথা না জানে কৃষ্ণ বলরাম
গোঠের লীলাতে ভোলে।।
নানামত খেলা সকল রাখাল
খেলয়ে মনের সনে।
অবসান-কাল আসিয়া হইল
জানিস বালকগণে।।
আজিকার মত খেলা সমাধিয়া
চলহ গোকুল পুরে।
কালি আসি বনে খেলাব যতনে
শুন ভাই হলধরে।।
জড় কর পাল সকল রাখাল
শিঙ্গাতে দেহত সান।
চলি যায় সব রাখালমণ্ডল
দ্বিজ চণ্ডীদাস গান।।