“ভাল ভাল ভাল কালিয়া নাগর
শুনালে ধরম-কথা।
পরের রমণী মজালে যখন
ধরণ আছিল কোথা।।
চোরের মুখেতে ধরম-কাহিনী
শুনিতে পায় যে হাসি।
পাপপুণ্য-জ্ঞান তোমার যতেক
জানয়ে বরজবাসী।
চলিবার তরে দাও উপদেশ
পাথর চাপিয়া পিঠে ।
বুকেতে মারিয়া চাকুর ঘা
তাহাতে নুনের ছিটে।।
আর না দেখিব ও কালমুখ
এখানে রহিলে কেনে।
যাও চলি যথা মনের মানুষ
যেখানে মন যে টানে।।
কেন দাঁড়াইয়া পাপিনীর কাছে
পাপেতে ডুবিবা পাছে।”
কহে চণ্ডীদাস– “যাও চলি যথা
ধরমের থলী আছে।।”