ভাল ভাল বলি তবে গ * * * * বর।
গোকুলে নন্দের ঘরে দেব গদাধর।।
মনেতে জানিল মুনি দেব নারায়ণ।
বসিলা রাখিতে * * * কিছু করণ।।
করিলা জজ্ঞের কুণ্ড কাষ্ট ফেলি তথি।
বেদ অধ্যায়ন পাঠ পড়েন সুকৃতি।।
ঘৃতের আহুতি দিলা নানা মন্ত্র পড়ি।
নানা উপাচার দব্য দিলা সারি ২।।
রজত কাঞ্চন আর নানা সুত্র ডোর।
বিধি মত জজ্ঞ পুর্ন্ন হইল গোচর।।
জজ্ঞ পুর্ন্ন করি তাথে তাম্বুল রম্ভা ফেলি।
দেব-স্তুতি-পাঠ পড়েন কতুহলি।।
জজ্ঞ-সেস-ফটা মুনি দিলা সে ছায়ালে।
নন্দ জসদার পুন আনি দিলা ভালে।।
রোহিনির কাছে মুনি চলিলা হরিসে।
জজ্ঞ-সেস-ফটা দোহে দিলা মনতোসে।।
সিসুর অগ্রজ কাছে গেলা মুনিবর।
জজ্ঞ-সেস-ফটা দিলা ভালের উপর।।
চণ্ডিদাস কহে দান দিল বিপ্রজনে।
গৌ-বস্ত্র দিল কত রজত-কাঞ্চনে।।