ভোজন করি অঞ্জলি ভরি বালক
যমুনাজল করি পান।
গোধন সঙ্গে রঙ্গরস কৌতুকে
কাননে করল পয়ান।।
যাদব খেলত অপরূপ ছান্দে।
হারি হারি হরি কান্ধে চঢ়াওত
জিতি জিতি চাপই কান্ধে।।
ক্ষেণে করতালি দেই করি জয় জয়
নাচত গোকুলচন্দ।
ক্ষেণে পশু পাখি হেরি পহুঁ ধাওত
ধরইতে করি অনুবন্ধ।।
কুঞ্জ-কুটীরে কবহুঁ তনু ঝাঁপই
কপট-কলহ করি কান।
সহচর বিপদ হেরি পহুঁ মীলই
দীনবন্ধু রস গান।।