ভোলামন একবার ভাব পরিণাম।
ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম।।
কৃষ্ণ ভজিবারে সেথা প্রতিজ্ঞা করিলে।
সংসারে আসিবামাত্র সকল ভুলিলে।।
কত কষ্টে পাল ভাই ভার্য্যা বেটী-বেটা।
কৃষ্ণপদ ভজিতেই বাধে সব লেঠা।।
শত জিহ্বা পরনিন্দা পর তোষামোদে।
কৃষ্ণনাম কহিতেই রসনায় বাধে।।
পরপদ ধরি সদা করিছ লেহনে।
নিযুক্ত না কর সে পদ সেবনে।।
আরে মন ভব রোগে ঘিরিল তোমারে।
হাসফাস করিতেছ বিষম বিকারে।।
কৃষ্ণপদ না ভজিয়া মর উপসর্গে।
কৃষ্ণপদ ভজ লাভ হবে চতুর্ব্বর্গে।।
লইতে মধুর নাম কেন রে কাতর।
কেন ভাই মিছা মিছি হইছ ফাঁফর।।
কহে দাস বলরাম ঘুচিবে বিকার।
নাম ভজ নাম চিন্ত নাম কর সার।।