ভ্রমরে জানা যায় ভ্রমরা গুণগুণ কৃষ্ণ গুণাগুণ
ও আগুন আগুন বলে ফেলে দিয়ে পায়।
আঁধার নবদ্বীপ শূন্য হ’ল হায় ও মরি হায়।
ও মায়ের কান্দন শুনে নবী কেন্দে কেন্দে কয়
কেন্দোনা কেন্দোনা ‘মা’ গো বলি তোমায় পাগল কানাই বলে
এই ভবে আর কেউ রবে না এ সব মিছে মায়াময়।
ও মিছে অনাহারী রলে কি কারণে ?
আইছো একা যাইবো একা সব অকারণ
ও বেটা পুত্র কেও কারো না ও সবেরি মরণ
ও ‘মা’ জানো মা কেন করছো রোদন ।
এই নবীর উম্মত যত ও তোমার সবে বলবে ‘মা’
তাইতি কি তোমারে জীবন ও শান্তি হয় না ?