ভ্রমর গতিক ধ্বনি ঘন বাজে বাদ্য।
কোকিল কোটাল কুহরে উচ্চ নাট্য
শ্রীমদন মহিপতি পাওল অদান।
উপরেতে উঠাইল পতাকা নির্ম্মাণ।।
মনোহর বৃন্দাবন যমুনার তটে।
শরদ পূর্ণিমা নিশি বসু রাসহাটে।।
এবর বরজ বধূ মিলাইয়া পারা।
নব নব যৌবনি আসিয়া পসারা।।
চুম্ব আলিঙ্গন দানে হৈল আগুয়ারা।
সকলে গাহক মাত্র মদন গোঁয়ারা।।
কারু পয়োধর মধুর বদন।
কাহারু দাড়িম্ববৎ কাহারু শ্রীফল।।
কবরী সরসী রহু চিকুর চামর।
ভুরু যুগ কুটীল কেহ দণ্ড আঁখিস্বর
দশন মোতিম হার অধর প্রবাল।
জঘন কনকাসন সুখদ রসাল।।
বিরচিত কুসুম কাটীর বারি বারি।
অন্তরে অতরু সমান সভয়ে তাহারি।।
প্রবেশি প্রেমের হাটে বরজ তরুণি।
হাস পরিহাস সভে করে বিকিকিনি।
বিবিধ বিহঙ্গ মৃগী নিবসে নগরে।
মন্দ মন্দ সমীরণ আমোদে বিহরে।।
ফুর যঁহা ধরয়ে বৈভব অপরূপ।
গোবিন্দদাস কহে বচন স্বরূপ।।