ভয় পাই অতি দেব সুরপতি
আসিয়া গোকুলপুরী।
নিভৃতে পাইয়া হরষিত হৈয়া
পড়ে কৃষ্ণপদ ধরি।।
স্তুতি নতি করি পুন পুন পড়ি
অপরাধ ক্ষমাইল।
দেবগণ লৈয়া একত্র হইয়া
কৃষ্ণ অভিষেক কৈল।।
আসিয়া সুরভি কৃষ্ণ শিরপরি
ঢালয়ে স্তনের ক্ষীর।
দেবগণ মিলে শিরপর ঢালে
আকাশগঙ্গার নীর।।
দুন্দুভি বাজে বিদ্যাধরী নাচে
গন্ধর্ব্বে মধুর গায়।
পড়ে স্তুতিবাণী জয় জয় ধ্বনি
আকাশ ভেদিয়া যায়।।
দেবকলরব মহামহোৎসব
নানা মতে পূজা কৈল।
হৈয়া দণ্ডবতে পড়িলা ভূমিতে
চরণে শরণ লৈল।।
তুষ্ট হইয়া হরি শুভ দৃষ্টি করি
সব দেবগণ পানে।
অভয় পাইয়া পদরজ লইয়া
গেলা সব দেবগণে।।
নন্দের নন্দন আইলা ভবন
লোকে কেহ না জানিল।
গাইল মাধব কৃষ্ণঅভিষেক
দেবগণে যেবা কৈল।।