মতান্তরে যে কহয়ে শুনহ নিশ্চয়।
মস্তক উপরে সহস্রদল পদ্ম কয়।।
ভ্রূমধ্যে দ্বিদল কণ্ঠে ষোলদল।
হৃদিমধ্যে দ্বাদশ নাভিমূলে দশদল।।
লিঙ্গমূলে ষড়্দল চতুর্দ্দশ গুহ্যমূলে।
বস্তুভেদ আছে তার চণ্ডীদাস বলে।।
সাধন তত্ত্বে তার যোগ নাহি হয়।
বৈধি যোগ এই তত্ত্বে হয় ত নিশ্চয়।।