মদনমোহন মানি গৌরাঙ্গবদনখানি
রূপ হেরি কি না হৈল মোরে।
সোনার বরণ তনু এই ছিল কালাকানু
নহিলে কি মন চুরি করে।।
রসের পরাণ যার কুলে কি করিবে তার
নদীয়া নগরে হেন জনা।
কি ছার দারুণ মতি মজিল যুবতী সতী
ঘরে ঘরে প্রেমের কাঁদনা।।
নয়ন কমল নব অরুণ পরাভব
ধারা বহে মুখ বুক বাহিয়া।
আহা মরি মরি সই মরম তোমারে কই
জীব না গো গোরা না দেখিয়া।।
হিয়ার প্রেমের শর তনু কৈল জরজর
প্রবোধ না মানে মোর প্রাণি।
সুরুধুনীতীরে যাঞা ভাসাইব কুলক্রিয়া
ভজিব সে গোরা গুণমণি।।
পূরুখে শুনিনু যত সেই সব অভিমত
এবে ভেল কালতনু গোরা।
বাসুদেব ঘোষের বাণী রসিক নাগর জানি
নহিলে কি গোপীয় মনচোরা।।