মদীশ্বরি তুমি মোরে করিবে করুণা।
এইত তাপিত জনে তোমার সে শ্রীচরণে
দাসী করি করিবে আপনা।।ধ্রু।।
দশদণ্ড রাত্রি পরে হবে তুয়া অভিসারে
ললিতাদি সহচরী সঙ্গে।
যাইবা নিকুঞ্জ বনে শ্রীনন্দকুমার সনে
মিলিবারে মদন-তরঙ্গে।।
সে কালে শ্রীগুণমণি মঞ্জরী প্রেমের খনি
চন্দন-কটোরি ফুল মালা।
দিবেন আমার করে সঙ্গে লৈয়া ধীরে ধীরে
নিভৃতে চলিবে সব বালা।।
তুমি সশঙ্কিত হৈয়া ইতি উতি নিরখিয়া
সখী মাঝে করিবে গমন।
রহিয়া রহিয়া যাবা পাছে আমা নিরখিবা
মোর হবে সঙ্কোচিত মন।।
হেনমতে কুঞ্জ মাঝে ভেটিবে নাগর-রাজে
আগুসরি লই যাবে কান।
দুহুঁ রত্ন-সিংহাসনে বসিবা আনন্দ মনে
দেখি মোর জুড়াবে নয়ান।।
হেন দিন মোর হব ইহা কি দেখিবে পাব
তুয়া দাসীগণ সঙ্গে রৈয়া।
এ বড় বিচিত্র আশ এ দীন বৈষ্ণবদাস
লেহ কৃপা-তরঙ্গে বহাইয়া।।