মধুর মধুর মধুর হাসি
বদনে পুরত মোহন বাঁশী
শুনি বেণু-রব আসি ধেনু সব
রহল বদন হেরিঞা।
জলদ শবদ ভরম ভোর
পিব পিব পিব চাতকি বোল
ময়ূর ময়ূরী উভ পুচ্ছ করি
চৌদিগে নাচত ঘেরিঞা।।
হরিণী তেজিঞা হরিণ-সঙ্গ
বিপুল পুলকে ভরল অঙ্গ
ছুটত খেলত হিলত দোলত
নিকটে নাচত আসিঞা।
শুনিঞা বাঁশীর মধুর গান
মৃততরু পাঞা জীবন দান
নয়ন নয়ন ফল-ফুল-দল
ধরল ইষত হাসিঞা।।
হেরি সহচর ভাইর রঙ্গ
আনন্দের ভরে না ধরে অঙ্গ
নানা ফলমূল সুশীতল জল
আনি দিল মুখে পূরিঞা।
সুবল গাঁথিঞা চম্পকমাল
ভাই-এর গলাএ পরাএ ভাল
দেখিতে দেখিতে মনের কৌতুকে
দীনবন্ধু রহে ভূলিঞা।।