মধু-ঋতু-যামিনি সুরধুনি-তীর।
উজোর সুধাকর মলয় সমীর।।
সহচর সঙ্গে গৌর নট-রাজ।
বিহরয়ে নিরুপম কীর্ত্তন মাঝ।।
খোল করতাল-ধ্বনি নটন-হিলোল।
ভুজ তুলি ঘন ঘন হরি হরি বোল।।
নরহরি গদাধর বিহরই সঙ্গ।
নাচত গাওত কতহুঁ বিভঙ্গ।।
কোকিল মধুকর পঞ্চম ভাষ।
বলরাম দাস পহুঁ করয়ে বিলাস।।