মধু-ঋতু রজনি উজাগরি নাগরি
নাগর মিলনক আশে।
সো সব আনত আন-মত হোয়ল
ভৈগেল তবহি নৈরাশে।।
অপরূপ প্রেমক রীত।
নিজমন্দিরে ধনি গমন করিল পুন
নাহ পন্থে উপনীত।।
হেরল নাহ- বদন যব সুবদনি
নাগর সচকিত ভেল।
ধনি কহে শুন বর নাগর-শেখর
আজু রজনি কাহাঁ গেল।।
সুন্দর সিন্দুর- বিন্দু ভাল পর
কিয়ে অপরূপ ভেল শোভা।
অধর সুরঙ্গ রঙ্গ অব হেরিয়ে
তছু পর মৃগমদ-আভা।।
উরে যাবক হেরি দুখিত হৃদয়ে মরি
কোন রমণি অছু কেল।
রাধামোহন দাস কিয়ে বোলব
পিরীতি-দন্দ অব ভেল।।