মনের মানসে কহেন হরসে
চা * * * * ক পানে।
স্তুতিপাঠ পাড়ে নিস্বাস জে এড়ে
প্রণাম করেন ঘনে।।
“তুমি নারায়ণ পরম কারণ
দেবের * * * * মি।
পরম কারণ দেবের জিবন
কি বলিতে জানি আমি।।
নানা অবতার হঞা বারেবার
করিলে অ * * * * ।
ইবে অবতার হঞা বিস্বম্ভর
হলে দেব জগন্নাথ।।
তুমি সর্ব্ব পর তুমি পরাৎপর
* * আর লো * * * ।
* রূ জুগে কত জগ-অবতার
ধরলে পরমা সুখে।।
তুমি দিবাকর এ চন্দ্র আকাস
নদ নদি আদি সি * ।
* কহিতে পারে তোমার গতিকে
অপার জাহার লিলা।।
মুঞি কি জানিব তুমার সকতি
তুমার ম * * জত।
দেব -অগোচর নাহিক গোচর
কে লিলা জানিব এত।।”
এই স্তুতি করে গর্গ মুনিবরে
সুনি * * * * কথা।
জানিল কারণ দেব ভগবান
চণ্ডিদাস কহে ওথা।।