মন্দির মাঝে বৈঠল বরসুন্দরী
দিনকর দুপর ঠানে।
যব হাম পূছলুঁ পিরীতিসম্ভাষণ
প্রেমজলে ভরল নয়ানে।।
মাধব তুয়া অনুরাগিনী রাধা।
তুয়া পরসঙ্গে অঙ্গ সব পুলকিত
না মানয়ে গুরুজনবাধা।।ধ্রু।।
ভাবে ভরল তনু পুন পুন কম্পিত
পুন পুন শ্যামরি গোরী।
পুন পূছত পুন দীগ নেহারত
ভূমে শুতয়ে পুন বেরি।।
ফূয়েল করবী উরহি লোটায়ত
কোরে করত তুয়া ভানে।
জ্ঞানদাস কহ তুহুঁ ভালে সমুঝহ
কোন করব রীতে আনে।।