মন মজিল শ্যাম কালার পিরীতে মন মজিল। ধু
হায় গো দেখা দিয়া সুনার বন্ধে কি মন্ত্রণা দিল।
কি যাদু করিল মোরে, আমি রইতে না পারি ঘরে।
ফুল পাইয়া ভমর যেমন পাগল হইল।
এমন মত কৈল মোরে, আমি কইনা কথা লোকের ডরে।
হায় গো প্রেম বিচ্ছেদের ছুরি বন্ধে বুকেতে মারিল ।
ছাবাল আকবর আলী বলে প্রেমানলে অঙ্গ জ্বলে।
হায় রে দেখা দিয়া প্রাণ বন্ধু কোথায় রে ছাপাইল।