মরম কহিব সজনি কায়
মরম কহিব কায়।
উঠিতে বসিতে দিক নিরখিতে
হেরি এ গৌরাঙ্গ রায়।।
হৃদি সরোবরে গৌরাঙ্গ পশিল
সকলি গৌরাঙ্গময়।
এ দুটী নয়ানে কত বা হেরিব
লাখ আঁখি যদি হয়।।
জাগিতে গৌরাঙ্গ ঘুমাতে গৌরাঙ্গ
সদাই গৌরাঙ্গ দেখি।
ভোজনে গৌরাঙ্গ গমনে গৌরাঙ্গ
কি হৈল আমার সখি।।
গগনে চাহিতে সেখানে গৌরাঙ্গ
গৌরাঙ্গ হেরি এ সদা।
নরহরি কহে গৌরাঙ্গচরণ
হিয়ায় রহল বাঁধা। ।